সাতকানিয়ায় র‌্যাবের অভিযান, মাদক নিয়ে শহর মুল্লুকসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়ায় ব্যবসায়ী নেতা শহর মুল্লুকের অফিসে অভিযান চালিয়ে সাড়ে ২৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা নিয়ে শহর মুল্লুকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে শ্বাসরুদ্ধকর এ অভিযান চালায়।

অভিযানে রামুর পশ্চিম উমখালীর দক্ষিণ মিঠাছড়ি এলাকার আবুল কাছিমের ছেলে মামুনর রশিদ, সাতকানিয়া পৌর সদরের মৃত নজরুল ইসলামের ছেলে মিনহাজুর রহমান মিনহাজকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় সাড়ে ২৪ কেজি গাঁজা, ৯৩ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের নগদ সাড়ে ৩৩ হাজার টাকা।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, এ ঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে থানায় মাদক মামলা করেছেন। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করেছে। তাদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.