সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় গৃহকর্তাকে গুলি করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কেঁওচিয়া ৩নম্বর ওয়ার্ড আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহকর্তার নাম মো. নাসির উদ্দিন(৪০)। তিনি এলাকার আলী আহমদের ছেলে।
গুলিবিদ্ধ নাসিরের পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাত দল নাসিরের গোয়ালঘরে হানা দেয়। এ সময় গোয়াঘরে বাচ্চাসহ একটি গাভী ছিল। গভীর রাতে গোয়ালঘরে শব্দ শুনতে পেয়ে নাসির ঘর থেকে বের হয়ে চারদিকে দেখতে থাকেন। হঠাৎ মানুষের আবছা ছায়া দেখে বুঝতে পারেন তার গরু নিয়ে যাচ্ছে। তিনি গরু নিয়ে যাওয়ার কথা বলে চিৎকার করলে ডাকাতদল তার দিকে গুলি ছোড়ে। তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এরই মধ্যে ডাকাতদল গুরু নিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কেরানীহাট আশ শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। বর্তমানে গুলিবিদ্ধ নাসির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ডাকাতদল পালিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের হাদির মা’র পাড়া এলাকার জামাল উদ্দিনের ৩টি গরু নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী বলেন, আমার ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে গৃহকর্তা নাসিরকে গুলি করে তার দু’টি গরু নিয়ে যায়। তাছাড়া একই ওয়ার্ডের আরেক গৃহকর্তা জামাল উদ্দিনের ৩টি গরুও নিয়ে গেছে।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, বিষয়টি আমার জানা নেই।
এদিকে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন-হ্যাঁ ঘটনার বিষয়টা শুনেছি এখনো কোন অভিযোগ দেয়নি ভুক্তভোগী তারপরেও পুলিশ কাজ শুরু করেছে ইতিমধ্যে।