“পবিত্র রমজান মাসের ফজিলত “

সাংবাদিক মাঈনুদ্দীন মালেকি, আরব আমিরাতে থেকে:

আলহামদুলিল্লাহ, ইতি মধ্যে আপনারা সবাই জেনে গেছেন মার্চের ২৪ তারিখ থেকে পবিএ রমজান শুরু হতে যাচ্ছে। পবিএ রমজান সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা সবাই রমজানে রোজা রাখব,রোজা ফারসি শব্দ। রোজার আরবি হল সওম,বহুবচনে সিয়াম।ইসলামি শরীয়তের সওম হল আল্লাহর উদ্দেশ্য নিয়তসহ সুবহে সাদিকের শুরু থেকে সুর্যাস্ত পর্যন্ত্য পানাহার ও সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। ২য় হিজরীতে শাবান মাসে মদীনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাযিল হয়। পবিএ কোরআন মজিদের সুরা বাকারাতে আল্লাহ পাক এরশাদ করেছেন, হে ঈমানদারগন! তোমাদের ওপর রোজা ফরাজ করা হয়েছে।যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার উম্মতের ওপর।যাতে তোমরা সংযমী হও। রমজানের গুরুত্ব অপরিসীম পবিএ রমজান মাসে সবগুলো গুনাহ মাফ করে নেওয়ার সূর্বন সুযোগ তৈরি হয়।রমজান মাস শুরু হলে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন।জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়।রমজান মাস হল ঈমান কে তাজা করার মহা সুযোগ। রমজান হল ধৈর্যের মাস,আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহপাকের কাছে মেশকের চেয়ে বেশি সুগন্ধিময় (আল হাদীস)রোজার পুরস্কার আল্লহ পাক নিজ হাতে প্রদান করবেন।আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিএতা রক্ষা করি।মহান প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি।সবাইকে আবারো মাহে পবিএ রমজানের অগ্রিম শুভেচ্ছা।

মন্তব্য করুন

Your email address will not be published.