উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দরকার শেখ হাসিনার সরকার -ড. আবু রেজা নদভী এমপি

 

সৈয়দ আককাস উদদীন 

চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, পরিবার হারিয়ে নিজের জীবন বাজি রেখে রাজনীতিতে আসা বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলার মানুষকে পরিবার হিসেবে নিয়েছে বলেই তাঁর নেতৃত্বে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এযাবতকালে বাংলাদেশে যত সরকার এসেছে তাদের মধ্যে তিনি সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বিশ্বে প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী। তাঁর শাসনামলে দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, মূল্যবোধ, কৃষি, অর্থনীতি, রেমিটেন্স, বৈদেশিক সম্পর্কের উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছেন। শুধু অর্থনৈতিক বা অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল হয়েছে। ড.আবু রেজা নদভী এমপি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আবারও দরকার শেখ হাসিনার সরকার।

 

ড. আবু রেজা নদভী এমপি ২২ মার্চ ২০২৩ বুধবার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। প্রকল্পগুলো হচ্ছে সুখছড়ি স্কুল সড়ক উদ্বোধন, দক্ষিণ পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, পূর্ব মহুরী পাড়া হতে জাফর চেয়ারম্যানের ঘাটা পর্যন্ত, রাজঘাটা কানুনগো পাড়া সড়ক উদ্বোধন, মল্লিক সোবাহান নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন, উত্তর পশ্চিম আমিরাবাদ টংকাবতী মুখ হইতে খিয়াজুর পাড়া সড়কের টাংকাবতী খালের উপর ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদে নতুন শহীদ মিনার উদ্বোধন। সবশেষে আমিরাবাদ ইউনিয়ন পরিষদে ভিজিডি এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ইউনুচ, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ বেঙ্গল, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জাব্বার, লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ফারুক, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিজান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী, ছাত্রলীগ নেতা আদিল চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জোবাইর, আকরাম হোসেন আসলাম , বোরহান সোবহান, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক আব্দুল আল হারুন সায়দী,আরফাত হোসেন প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.