মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় শিহাব আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) রাতে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরি বাড়ি সংলগ্ন এলাকার উত্তর বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় শিহাব আলী নামের এক এক্সেভেটর মালিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.