‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’—চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা চন্দনাইশে

‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’—এ কথা লিখে আত্মহত্যা করেছেন শিবু বড়ুয়া নামে এক ব্যবসায়ী। সোমবার রাত আটটার দিকে পৌরসভার মিজ্জির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

শিবু দাসের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায়। ওই এলাকার অনিল বড়ুয়ার ছেলে তিনি।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনাস্থল থেকে এক পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.