কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার হল ৫

চট্টগ্রাম সংবাদ ডেস্ক

কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সল্টগোলা ঘাটের উদ্দেশে ১৫-২০ জন যাত্রী নিয়ে কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাট থেকে যাচ্ছিল ইঞ্জিনচালিত নৌকাটি। এসময় একটি জাহাজের সাথে ধাক্কা লাগলে ৪-৫ জন যাত্রী আতঙ্কিত হয়ে নদীতে লাফ দেয়। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ‘নৌকাটিতে গার্মেন্টস শ্রমিক, সবজি বিক্রেতা ও কিছু দুধ বিক্রেতাসহ ১৫-২০ জন যাত্রী ছিলেন। কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাট থেকে রওনা হওয়ার সময় নৌকাটি একটি জাহাজের সাথে ধাক্কা লাগলে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে লাফ দেয়। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ কেউ বলছে, একজন নিখোঁজ রয়েছেন। তবে সেটি কতটুকু সত্য তা নিশ্চিত নই।’

মন্তব্য করুন

Your email address will not be published.