বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটায় স্ক্যাভেটর ও ট্রাক জব্দ

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর সদরের ৫ নং ওয়ার্ডের এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এসময় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সময় একটি স্ক্যাভেটর ও দুইটি ডাম্পার ট্রাক আটক ও জব্দ করা হয়। স্ক্যাভেটর টি পৌর সভার প্যানেল মেয়র -১ রোজিয়া সোলতানা রোজির জিম্মায় দেওয়া হয় এবং অপর ডাম্পারটি উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, গোপনে সংবাদ পেয়ে বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সময় ১টি স্ক্যাভেটর ও ২ টি ডাম্পার জব্দ করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.