সাতকানিয়া-লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার দেওয়া ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসদরের হত দরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, কাঞ্চনার চেয়ারম্যান রমজান আলী, কেঁওচিয়ার ওসমান আলী, কেঁওচিয়ার সাবেক চেয়ারম্যান মনির আহমদ প্রমুখ।