মাদকের মামলা : বিদেশি নাগরিকের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার একটি মাদকের মামলায় মো. সাদেক প্রকাশ ইলিয়াছ (২২) নামে এক মিয়ানমার নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত এই রায় দেন।

মো. সাদেক কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরার্ণী ক্যাম্প আমগাছ তলা ব্লক মৃত জাহিদ হোসেনের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মিয়ানমারের নাগরিক মো. সাদেক প্রকাশ ইলিয়াছকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক।

মন্তব্য করুন

Your email address will not be published.