গলায় ফাঁস লাগিয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার হলের নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোকেয়া খাতুন নামে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হলটির ২১০ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃতদেহ লাশঘরে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পোস্ট মর্টেমে নেয়া হবে।

তবে, এটা হত্যা নাকি আত্মহত্যা এ প্রশ্নের জবাবে প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে যে, এটা হত্যা নাকি আত্মহত্যা। আপাতত তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।

জানা গেছে ওই ছাত্রী ব্যাবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট সদরের নায়েকগর হারাটি নামক গ্রামে।

মন্তব্য করুন

Your email address will not be published.