পটিয়ায় ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু রেল যাদুঘর

 চট্টগ্রামের পটিয়া রেল স্টেশনে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে পটিয়া রেল স্টেশন এলাকায় এ জাদুঘর উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্ধোধন পূর্ব চট্টগ্রাম দোহাজারি রেলযাত্রী কল্যান পরিষদের আয়োজনে এক আলোচনা সভা স্টেশন মাস্টার মোহাম্মদ নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম- দোহাজারি রেলযাত্রী কল্যান পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, আইয়ুব আলী, আবদুল মালেক, আবু সাঈদ তালুকদার, নজরুল ইসলাম ঝন্টু প্রমুখ।রেলওয়ে সূত্রে জানা যায়, রেল কোচের একটি বগির ভেতরে প্রস্তুত করা হয়েছে দেশের প্রথম ভ্রাম্যমাণ জাদুঘর ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানাতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে
মন্তব্য করুন

Your email address will not be published.