বিশেষজ্ঞ দিয়েই সাইবার নিরাপত্তায় কাজ করছে “ডিকোডস ল্যাব”   

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি ও সাইবার সচেতনতায় কাজ করছে ডিকোডস ল্যাব (DeCodes LAB)। সারা বিশ্বে সাইবার আক্রমণের ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে জাতীয় নিরাপত্তা ও অর্থ সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ। এ থেকে পরিত্রাণ পাচ্ছে না ছোট-বড় ব্যাংক-বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি ওয়েবসাইটগুলোও। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে ও সাইবার সচেতনতায় কাজ করছে ডিকোডস ল্যাব। বর্তমানে কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই চাহিদা বেড়ে চলেছে ইনফরমেশন সিকিউরিটি বিশেষজ্ঞদের। অনলাইন মার্কেট প্লেসেও রয়েছে এর ব্যবপক চাহিদা। ডিজিটাল বাংলাদেশ গড়া ও মানুষের তথ্য-সম্পদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ব্যাপক প্রয়োজনীয়তা অপরিহার্য। ফলে এক্ষেত্রের দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘ডিকোডস ল্যাব ইনফরমেশন সিকিউরিটি, ফরেনসিক ল্যাব অ্যান্ড কনসালট্যান্সি’ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার ও প্রশিক্ষক আরিফ মঈনুদ্দিন জানান, ডিকোডস ল্যাব এরই মধ্যে ৫০০-এর বেশি সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি করেছে। এর মধ্যে র‌্যাব, সিআইডি ও পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাকে প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে ডিকোডস ল্যাব। অনলাইনে এবং যে কোনো ধরনের সাইবার অপরাধের শিকার যে কেউ ডিকোডস ল্যাবের সহায়তা নিতে যোগাযাগ করতে পারেন এই অ্যাড্রেসে- https://www.facebook.com /decodeslab/। -আইটি ডেস্ক

মন্তব্য করুন

Your email address will not be published.