গ্রেপ্তারকৃতরা হলেন, গুইমারা হাফছড়ি ইউনিয়নের ম্রাথোয়াই মারমার ছেলে অংক্য মারমা (৪৪) ও একই এলাকার আরে মারমার ছেলে মংশে মারমা (৩৫)।
গতকাল শনিবার রাত ১টার দিকে হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়ার চাইন্দামনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।