প্রধানমন্ত্রীর ‘উপহার’ পেলেন ৩০০ হিজড়া

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম নগরীর ৩০০ তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর ‘উপহার’ তুলে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ রোববার সকালে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

উপহার সামগ্রী বিতরণে জেলা প্রশাসক বলেন, করোনাকালে যেসব শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের হাতে ত্রাণ পৌঁছে দিতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের হিজড়া গোষ্ঠী যারা মানুষের কাছে হাত পাতে, যাদের অবহেলার চোখে দেখি তাদেরও ত্রাণের আওতায় আনতে চাই। নরসুন্দর, মুচি, জেলে, প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও পরিবহন শ্রমিকসহ যারা অতি কষ্টে দিনযাপন করছে তাদের পর্যায়ক্রমে ত্রাণের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা চাই এ পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না। যতদিন লকডাউন চলবে ততদিন সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের কাছে ২০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী মজুদ আছে। নগরীতে এ পর্যন্ত ২ হাজার ৩০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরের বাইরে উপজেলা পর্যায়ে এ পর্যন্ত ৫ শতাধিক অসহায় মানুষকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাই কাজে ফিরে যাবো।

প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ চিঁড়া, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১ কেজি সেমাই, ১০০ গ্রাম চা পাতা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী, উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম ও নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ফাল্গুনী হিজড়া প্রমুখ।

স্বেচ্ছাসেবক টিম সিপিপি, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, রেড ক্রিসেন্ট, তৃণমূল নাট্যদল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও নির্বাণ ক্লাব ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.