লংগদু প্রতিনিধি
তিনি লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। (২২ মে রোজ সোমবার ২০২৩) রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার এর স্বাক্ষরিত জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয় সুলতান আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬, ২০১৮ ও ২০২২ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও তিনি ২০১৭ সালে লংগদু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান করেও শিক্ষক সুলতান আহমেদ করোনাকালে অনলাইনে ক্লাস পরিচালনা করা, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনাসহ শিক্ষা বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি রাঙামাটির একজন ICT জেলা অ্যাম্বাসেডর। এছাড়াও তিনি শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠের একজন সক্রিয় সদস্য। সুলতান আহমেদ শিক্ষা প্রসারের সঙ্গে থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানায়। সুলতান আহমেদ জানান, তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক বাতায়নে যুক্ত হন এবং নিয়মিত শিক্ষক বাতায়নে কন্টেন্ট তৈরি করে প্রায় দইশত এর অধিক ভিডিও কন্টেন্ট ও প্রেজেন্টেশন করে শিক্ষক বাতায়নে মাধ্যমে আপলোড করেছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন । যার ফলে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। অন্যদিকে উপজেলায় মাস্টার ট্রেইনার হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছে। করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন আমাদের বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সুলতান আহমেদ তার এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা অনেক খুশি কারণ তার মেধা পরিশ্রম সবকিছু কাজে লাগিয়ে তার এই অর্জন। এবং আমার বিশ্বাস সে তার সাহসিকতা এবং মেধা দিয়ে আরো অনেক দূর যেতে পারবেন। করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন আমাদের বিদ্যালয় শিক্ষাগত গুণগত মান থাকার কারণে তার শিক্ষাগতার সবকিছু গুণগতমান বজায় রাখতে পেরেছেন এবং তার তার কঠোর পরিশ্রম অভিজ্ঞতা দিয়ে আজকে এই শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছেন। শ্রেষ্ঠত্ব শুধু তার নয় করলাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় এর সম্মান এনে দিয়েছে। মোঃ সুলতান আহমেদ বলেন তার এই শ্রেষ্ঠত্ব আগেও তিনবার হয়েছেন আমার সব অর্জন আমি আমার পরিবার, শিক্ষক এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে উৎসর্গ করলাম কারণ তাদের ভালবাসা এবং দোয়া নিয়েই আজ আমি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক।
আরো পড়ুন