গ্রেফতার যুবলীগকে পুলিশ থেকে ছিনিয়ে নিল সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ’ লোকজন। এসময় তারা তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। পরে পুলিশ রাতে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশাতে করে সরাইল থানার উদ্দেশে নেওয়ার সময় হামলা করা হয়। এসময় ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যুবলীগ নেতা বোরহানকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.