কোতোয়ালীতে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের কোতোয়ালীতে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ ধারালো অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল  সোমবার রাতে রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল (২৩), আল আমিন প্রকাশ সুমন (২৪), শহিদুল আলম সানি (৩১), শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।

আজ মঙ্গলবার বিকেলে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত বলেন, সোমবার রাতে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি টিপ ছুরি ও একটি লোহার ছুরিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.