কোতোয়ালীতে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কোতোয়ালীতে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ ধারালো অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল (২৩), আল আমিন প্রকাশ সুমন (২৪), শহিদুল আলম সানি (৩১), শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।
আজ মঙ্গলবার বিকেলে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত বলেন, সোমবার রাতে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি টিপ ছুরি ও একটি লোহার ছুরিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।