লোহাগাড়ায় সাংবাদিক পেঠানো সেই হাসান বৈদ্য অবশেষে কারাগারে

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক পিঠিয়ে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মেহরাব হোসন হৃদয় হাসান প্রকাশ হাসান বৈদ্য ও মো : বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ জুন) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিক জাহেদকে পিঠিয়ে তার ক্যামেরা ছিনতাই করার ঘটনার পর থেকে হাসান বৈদ্যসহ আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। আজ রবিবার ঘটনার মূলহোতা হাসান বৈদ্য ও বাবুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানীতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী, এডভোকেট মোজাম্মেল হোসেন, এডভোকেট আবদুর রহিম, এডভোকেট সাজ্জাদুর রহমান, এডভোকেট তাহামিনা আক্তার চৌধুরী, এডভোকেট আনিসুল ইসলাম ও এডভোকেট রোকসানা আক্তার।

সাংবাদিক জাহেদুল ইসলাম জাতীয় দৈনিক মানবকন্ঠের পাশাপাশি চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিভয়েস টুয়েন্টি ফোর ডটকম ও স্থানীয় দৈনিকে কাজ করছেন। এছাড়াও তিনি লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য : গত ১ জুন দুপুরে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব রাজঘাটা ফকিরখিল এলাকায় হাসান বৈদ্য তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাংবাদিক জাহেদুল ইসলামকে ব্যাপকভাবে পিঠিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় হাসান বৈদ্যসহ ৫ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাহেদ। এরপর পুলিশ সাজু আক্তার নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

Your email address will not be published.