অসহায় ও দুস্থ মানুষকে চট্টগ্রাম পুলিশের সহয়তা

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে গরিব, অসহায় ও দুস্থ মানুষকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে  খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

২১ এপ্রিল, বুধবার দুপুরে রীমা কনভেনশন সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল ও সাবানসহ সাড়ে ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। ২৪টি বিট এলাকায় ২ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে বাসায় পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।

মন্তব্য করুন

Your email address will not be published.