চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকা থেকে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার দিয়েছে র্যাব।
শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র্যাব মহাপরিচালকের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন র্যাব ৭ এর কর্মকর্তারা। এসময় বর্তমান জীবন যাপনের নিয়ে তাদের সঙ্গে বিশেষ মতবিনিময়ও করেন তারা।
সভায় র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, ওসি মো. কামাল উদ্দিন।