আত্মসমর্পণ করা জলদস্যুদের ঈদ উপহার দিল র‌্যাব

চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকা থেকে আত্মসমর্পণ করা ৭৭ জলদস্যুকে ঈদ উপহার দিয়েছে র‌্যাব।

শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যাব মহাপরিচালকের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন র‌্যাব ৭ এর কর্মকর্তারা। এসময় বর্তমান জীবন যাপনের নিয়ে তাদের সঙ্গে বিশেষ মতবিনিময়ও করেন তারা।

সভায় র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, ওসি মো. কামাল উদ্দিন।

মন্তব্য করুন

Your email address will not be published.