সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে চার মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে ২৯০০ পিস ইয়াবা। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের বাড়ুয়াখালীর আবুল কালামের ছেলে মো. জাহিদ হোসেন, একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে শাহারিয়াজ, টেকনাফের উত্তর লম্বরী এলাকার মো. বাদশার ছেলে রাসেল, লোহাগাড়া আধুনগর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. হুমায়ুন কবির।
সসাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।