সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সাবেক সাধারণ সম্পাদক মো. আরমানের বিদেশগমনের কারণে অব্যাহতি দিয়ে নতুন করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছিমুল করিম সিকদার ও সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ যৌথ সাক্ষরে এ ঘোষণা দেন।