সিলেটে সড়ক দুঘর্টনায় ৫ জন নিহত

সিলেটের জৈন্তাপুরে বাসের সঙ্গে টমটমের (ব্যাটারিচালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের পল্লী বিদ্যুত অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন- সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও দরবস্ত থেকে ছেড়ে আসা টমটমের মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। নিহতরা হলেন,  বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন,- মুষলধারে বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.