হঠাৎ দূর্বৃত্তরা যুবককে মারধর করে পুড়িঁয়ে দিল মোটর সাইকেল

সাতকানিয়ার ছদাহার হাসমতের দোকান

 

চট্টগ্রাম সংবাদ ডেস্ক রিপোর্ট

সাতকানিয়া উপজেলার ছদাহার হাসমতের দোকান এলাকায় হঠাৎ কিছু মুখোশধারী দূর্বৃত্তরা এক যুবককে মারধর করে তার ব্যবহৃত মোটর সাইকেল পুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

আহত যুবক সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতা এবং ছদাহার ৭নং ওয়ার্ডের কাজির পাড়া এলাকার মো:আলীর ছেলে মোর্শেদুল আলম(২৬)

২২শে জুলাই(শনিবার) রাত ১০টার দিকে উপজেলার ছদাহার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থিত হাসমতের দোকান নামক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায় -মোর্শেদুল আলমের বাড়ি সাতকানিয়ার ছদাহায় হলেও সে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, সে কারণে ছদাহায় বিভিন্ন সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের রোষানলে তাকে পড়তে হয়েছে কিন্তু আজকের এই ঘটনাটা কি পূর্ব শত্রুতার কোন রেষ নাকি রাজনৈতিক কোন দ্বন্দ্ব নাকি ছাত্রলীগ করার কারণে জামায়াত শিবির কিংবা বিএনপির আক্রমণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ককটেল ফাটিয়ে যেহেতু মহাসড়কে প্রকাশ্যে গাড়ী পুঁড়িয়ে দিয়ে হামলা জামায়াত শিবিরের ইন্ধন এবং এই ঘটনা সরাসরি আগামি সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হামলা উল্লেখ করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি শুভ চৌধুরীসহ অন্তত একশত জনের মত আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের স্যোসাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন, তাদের টাইম লাইনে ঘটে যাওয়া ঘটনাকে সরাসরি জামায়াত বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দোষারোপ করেছেন।

এদিকে আহত ছাত্রলীগনেতা মোর্শেদুল আলম প্রতিবেদককে জানিয়েছেন আমি ছাত্রলীগ করি এটাই জামায়াত বিএনপির কাছে আমার দোষ আমার অন্য কোন শত্রু নেই,আর অন্য কোন শত্রু থাকলে আমার গাড়ী পুঁড়িয়ে দিয়ে ককটেল ফাটিয়ে আমাকে হত্যা করতে চাইবে কেন তাও মুখোশ পরে।

তারা আমাকে হামলা করার সময় প্রকাশ্যে চিৎকার দিয়ে বলেছে তুরে ফেলে দিলে ছদাহা শান্ত হয়ে যাবে।
এরকম বলে ককটেল মেরে এবং কেরোসিন দিয়ে গাড়ী পুড়িঁয়ে দেয় এটা পূর্বপরিকল্পিত।

তিনি আরো বলেন-ফায়ার সার্ভিস আর পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করেন।

আমি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করার জন্য আসছি।

এদিকে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন -ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেহ বলেন- আগামি নির্বাচনকে সামনে রেখে জামাত শিবির আমাদের নেতাকর্মীদের টার্গেট  করে মাঠে নেমেছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.