খাগরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খাগরিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জোবায়ের।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইরফানুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেহ শান ও সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন হাসান শাহী, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আকতার হোসেন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য হাসান মাহমুদ।
সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাগরিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আসতে থাকেন।
সম্মেলনে খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরফাত ইরফানের নেতৃত্বে মিছিল সহকারে যোগদান করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্মেলন শেষে সরওয়ার জামালকে সভাপতি ও মোহাম্মদ নাইমকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য খাগরিয়া ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়।