সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, আজ শনিবার (৩০ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা ১৮ শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো: শাহ আলম (২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়নের মো: নাজির হোসেনের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো:শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.