সরকারি কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে শোক দিবস ও দোয়া মাহফিল পালন

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ১৭-২০গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম এ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল প্রসেস সার্ভার সমিতি কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহমদ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আব্দুল বাতেন বিপ্লব, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উপদেষ্টা রঞ্জিত কুমার নাথ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ নাজির হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিম উদ্দিন জুয়েল, যুগ্ন সম্পাদক মোঃ জাকির হোসেন, মুহাম্মদ তারেক, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, সহ প্রচার সম্পাদক ইমাম হোসেন ইমন, সদস্য মোঃ নিজাম উদ্দিন, মোঃ আকতার হোসেন, মোঃ ইসমাইল, ওয়াজকরুনী মেহেদী প্রমূখ নেতৃবৃন্দ।
১৯৭৫ এর ১৫ আগষ্টে মহান স্বাধীনতার স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাদেকুর রহমান।

মন্তব্য করুন

Your email address will not be published.