পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনানুষ্টান পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পটিয়া পৌরসভার কাউন্সিলর সহ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি সামশুল হক চৌধুরী এমপি বলেন, তারেক রহমানের পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউ এর আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী। আদালত এই মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানান তিনি।