ক্যান্সার আক্রান্ত আওয়ামী লীগনেতার পাশে -এম এ মোতালেব সিআইপি

মানুষের পাশে দাঁড়ানোই তার ধর্ম-

নিজস্ব প্রতিবেদক 

দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত আওয়ামী লীগ নেতাকে দেখতে গেলেন এম এ  মোতালেব সিআইপি।

১৭ই সেপ্টেম্বর (রবিবার)রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আওয়ামীলীগনেতা খানে আলম মিন্টুকে তিনি দেখতে গিয়ে চিকিৎসার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি জেনে প্রাথমিক কিছু আর্থিক সহযোগিতা করেন, এবং পরবর্তী চিকিৎসার জন্য আরো সহযোগিতার হাত বাড়াবেন বলে পরিবারকে  জানান।

 

 

সাতকানিয়া উপজেলার ত্যাগী আওয়ামী লীগনেতা ও সাবেক ছাত্রনেতা খানে আলম মিন্টুকে দেখতে যাওয়ার সময় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সাথে ছিলেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক মোর্শেদ সিকদার দুলু- ও ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।

এছাড়াও এম এ মোতালেব সিআইপির  সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থসম্পাদক মো:সেলিম,এওচিয়া ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য -সাবেক সফল ছাত্রনেতা আলহাজ্ব আবু ছালেহ, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ শাহআলম, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক শিক্ষানুরাগী মো:ইদ্রিস,পৌরসভা ছাত্রলীগের যুগ্নআহবায়ক মো:এমরান,উপজেলা ছাত্রলীগনেতা মো:সাখাওয়াত, ছাত্রলীগনেতা মো:মিশফর,যুবলীগনেতা মো:হাসানুল্লাহ চৌধুরী, মহানগর যুবলীগনেতা এওচিয়ার কৃতিসন্তান জিএম কাদের, রেয়াজুদদীন বাজারের ব্যবসায়ী মো:ইউনুছ।

অসুস্থ আওয়ামী লীগনেতা খানে আলমকে দেখার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের শিল্পপতি এম  এ মোতালেব সিআইপি বলেন,আমি এই মাত্র আমাদের আওয়ামী লীগনেতা খানে আলম মিন্টুকে প্রাথমিক কিছু আর্থিক সহযোগিতা করেছি তবে তার চিকিৎসার বিষয়ে পরিবারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছি যাতে ওখানেও আমি অংশীদার হতে পারি।

এসময় তিনি আরো বলেন-আপনারা জানেন যে, আমি শুধু খানে আলমকে নয় সারা সাতকানিয়া এবং লোহাগাড়ার কোন আওয়ামী পরিবার যখন কোন সমস্যা কিংবা কেউ অসুস্থ হয়, তখন আমি আমার সাধ্যমত স্বার্থহীন ভাবে পাশে থাকার চেষ্টা করি মানুষের পাশে থাকাটাই আমার ধর্ম।

মন্তব্য করুন

Your email address will not be published.