সাতকানিয়ার এওচিয়ার টেক সমিতির উদ্যোগে মিলন মেলা

এওচিয়া-

 

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র এওচিয়ার টেক সমিতির উদ্যোগে জমকালো মিলন মেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ই নভেম্বর) রাত ৯টার দিকে এওচিয়ার টেক এলাকায় সকল স্তরের মানুষের উপস্থিতিতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

 

সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা মন্জুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওচিয়ার চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবু ছালেহ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত কুমার শীল,এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন, এওচিয়ার টেক সমিতির সদস্য আব্দুল মাজেদ,প্রবাসী মো:রিয়াজ,মো:মহিউদদীন,সমিতির অর্থসম্পাদক জয় প্রকাশসহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবু ছালেহ বলেন এই সমিতির মাধ্যমে ছন্নছড়া মানুষকে ভবিস্যত গড়ার তাগিদে উদ্বুদ্ধ করা,অপরদিকে আরেক ছন্নছড়া বেকার গোষ্টীকে কর্মসংস্থান দিয়ে মূল স্রোতে ইন করা।

অপরদিকে এওচিয়ার টেক সমিতিকে একটা একতাবদ্ধতা ঘোষণা করে তাদের অল্প অল্প আয়কে বিরাট একটা এমাউন্টে নিয়ে যাওয়ার স্বপ্ন পূরণে যাওয়ার লক্ষ্য অর্জন করা।

যেটা বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত সার্বজনীন পেনশনের মত একটা যুগান্তকারী পদক্ষেপ যা অল্প আয়ের গোষ্ঠীকে নতুন করে স্বপ্ন দেখায় নতুনত্বের।

মন্তব্য করুন

Your email address will not be published.