মাদ্রাসা শিক্ষার্থীরা দ্বীনি ও আধুনিক জ্ঞান উভয় জগতে পারদর্শী

ইআবি উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রশীদ।

 

সৈয়দ আককাস উদদীন 

চট্টগ্রামস্থ আনোয়ারা বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টানে ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাদ্রাসা উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিবিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মুহাম্মদ আব্দুর রশীদ। গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের মাহমুদ এর সভাপতিত্বে ও আরবি প্রভাষক আইউব এর সঞ্চালনায় মাদ্রাসার নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 23 এ প্রধান অতিথির বক্তব্যে ইআবি উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করে আলেম ওলামাদের শত বছরের দাবী পূরণের মাধ্যমে মাদ্রাসা উচ্চ শিক্ষার পথ উন্মুক্ত করে দেন। এজন্য আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায়। তিনি বলেন মাদ্রাসা শিক্ষার্থীরা তোমরা ভাগ্যবান। তোমাদের দ্বীনি ও আধুনিক জ্ঞান উভয় জগতে বিচরণ করার সুযোগ আছে। তোমরা উভয় জগতে পারদর্শী। তোমাদেরকে দ্বীনি ও আধুনিক জ্ঞানার্জনে কঠোর অধ্যবসায়ী হতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতার মাধ্যমে অবদান রাখছে। মাদ্রাসা থেকে আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার বিসিএস ক্যাড়ার, বিচারক, জাতীয় নেতা,ইঞ্জিনিয়ার, ডাক্তার,ব্যাংকার ব্যবসায়ী সহ বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে। তোমরা যে পেশায় অন্তর্ভুক্ত হওনা কেন মহান আল্লাহর সন্তুষ্টির প্রতি খিয়াল রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টিতে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবে। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থী বান্ধব হওয়ার আহবান জানান। শিক্ষার্থীদের সকল বিষয়ে আন্তরিক হওয়ার তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শওকী।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড.মুহাম্মদ আব্দুল মাবুদ।
অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সোবহানীয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ
আল্লামা জুলফিকার আলী চৌধুরী।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক অধ্যাপক বিশিষ্ট ব্যাংকার জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল আজিম।
চুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন হাসেমী।
বখতিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান। জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর। জামিরজুরি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুলহক আলকাদেরী সহ মাদ্রাসার সকল স্তরের শিক্ষক শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকগন । মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শওকীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.