সাতকানিয়ায় GenZ Academy তে আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের নতুন দিগন্ত

পুরনো ধারা নয়, এবার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শেখার সময়!

বর্তমান যুগে কেবলমাত্র টাইপিং শিখে কম্পিউটার শিক্ষা শেষ হয়ে যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, গুগল ডকস, ডিজিটাল মার্কেটিং কিংবা অনলাইন ইনকামের মতো গুরুত্বপূর্ণ স্কিলগুলো এখন সময়ের দাবি। অথচ, আজও অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেই পুরনো ২০১০ সালের সিলেবাস নিয়েই চলছে, যেখানে দুই মাস ধরে শুধু টাইপিং শেখানো হয়।

এই প্রচলিত ধারার বাইরে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে সাতকানিয়ার জেন-জি একাডেমি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধুমাত্র টাইপিং নয়, সময়োপযোগী ও প্র্যাকটিক্যাল স্কিল শেখাতে বদ্ধপরিকর।

জেন-জি একাডেমি’র এক মুখপাত্র জানান, “আমরা বুঝি, যারা কম্পিউটার শেখতে আসে, তারা আসলে নিজেদের জীবন ও ক্যারিয়ার বদলাতে চায়। তাই আমরা শেখাই টাইপিংয়ের পাশাপাশি AI টুলস ব্যবহার, ক্লাউড সল্যুশন, গুগল ডকস, অনলাইন কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল ও বাস্তবভিত্তিক কাজ।”

বিশেষ করে যারা এইমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছে এবং হাতে কয়েক মাস সময় রয়েছে, তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। মাত্র তিন মাসের একটি কার্যকর কোর্স করে তারা প্রস্তুত হতে পারে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক জগতে প্রবেশের জন্য। GenZ Academy- তে রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক, হাতে-কলমে শেখানোর সুবিধা এবং AI সংযুক্ত কারিকুলাম, যা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করবে।

মন্তব্য করুন

Your email address will not be published.