সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এক অভিযানে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত এর নিদেশনায় এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময় সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউপিস্থ ৩নং ওয়ার্ডের হাঙ্গারকুল এলাকায় চান্দের পাড়া আসামী পারভেজ এর বসত ঘরের ভিতর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ১২ শত পিস ইয়াবাসহ ১জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ (২৭), সে দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাঙ্গরকুল চান্দের পাড়ার নুরুল ইসলামের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।