সাতকানিয়া প্রতিনিধি:
বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সাতকানিয়ায় জাফর আহমদ চৌধুরী কলেজ ও কর্নেল অলি আহমদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজের ফটকে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (৮ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ ভোরে অবরোধের সমর্থনে জাফর আহমদ চৌধুরী কলেজ ও কর্নেল অলি আহমদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকে ব্যানার লাগিয়েছে ছাত্রদল। গেইটে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ছাত্রদলের কারো বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাওয়া হলে কর্নেল অলি আহমদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রিদুয়ান হোসাইন বলেন, ভোরে ছাত্রদলের নামে কে বা কারা ব্যানার লাগিয়েছিল, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক তা অপসারণ করে ফেলেছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আমরা সব সময় রাজপথে আছি।