সাতকানিয়ায় বাস পোড়ানোর ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার যারা

নিজস্ব প্রতিবেদক:

সাতকানিয়ায় পার্কিংয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, ছদাহা ইউনিয়নের মোহাম্মদ ইউসুফের ছেলে মো. লোকমান (৪৫), মৃত এনু মিয়ার ছেলে আব্দুল গুয়ূর (৪২), মৃত আব্দুল বারেকের ছেলে মো. সোহাগ (৩২), বাজালিয়া ইউনিয়নের রফিক আহাম্মদ চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী (৪৫), ঢেমশা ইউনিয়নের আবু বক্করের ছেলে মো. বেলাল উদ্দিন (৩৫), কবির আহাম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (৪৮), নলুয়া ইউনিয়নের মৃত আহাম্মদ হোসেনের ছেলে জমির উদ্দিন (৩৮), বাদশা মিয়ার ছেলে সাদেক হোসেন (৩২) ও কাঞ্চনা ইউনিয়নের মো. রফিকের ছেলে জিহাদ মাহমুদ (২২)।

জানা যায়, গত ২০ নভেম্বর ভোররাতে সাতকানিয়া কেঁওচিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাস পার্কিংয়ে রাখলে ভোর রাতে আগুন দিয়ে শ্যামলী পরিবহনের দুইটি ও হানিফ পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শ্যামলী বাস দুটির তত্ত্বাবধায়ক উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ লোকমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫/৩০ জনের নামে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে নয়জনকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় রাতের আঁধারে ৩টি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত নয়জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.