সাতকানিয়া প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর সাতকানিয়া-লোহাগাড়া করেসপন্ডেন্ট (অনলাইন ও মাল্টিমিডিয়া) হিসেবে অর্পিত দায়িত্ব অফিসিয়াল ভাবে বুঝিয়ে পেলেন সাংবাদিক আবদুল আউয়াল জনি। সাংবাদিক আবদুল আওয়াল জনি বলেন, দৈনিক আজাদী পত্রিকার সংশ্লিষ্ট কতৃপক্ষ আমার উপর আস্থা রাখার জন্য দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অফিসের বস এবং সহকর্মীদের প্রতি৷ আপনাদের দিকনির্দেশনা, পরামর্শ, ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতেই আমার নিরন্তর ক্লান্তিহীন পথচলায় পাশে আছেন।