নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ১৪ আসনে আগামী ৭জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে চলছে নির্বাচনী প্রচারণা তারই ধারাবাহিকতায় নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে কেঁওচিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে তিনটি প্রাথমিক বৈঠক সম্পন্ন করা হয়েছে।
২০শে ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলীর নেতৃত্বে এই উঠান বৈঠক হয়।
বৈঠক থেকে জানা যায়, আগামী কাল বৃহস্পতিবার থেকে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানা যায়।