চট্টগ্রাম-৮ আসনে বিজয়ের জয়ের জন্য মাঠে থাকবো : আ জ ম নাছির

বিজয় কুমার চৌধুরীর জয়ের জন্য মাঠে থাকার ঘোষণা দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই সেহেতু আমার ব্যক্তিগত অভিমত থেকে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরীকে সমর্থন দিচ্ছি।

শনিবার (৩০ ডিসেম্বর) ফুলকপি প্রতীকের নগরীর চান্দগাঁও প্রধান নির্বাচনী কার্যালয়ে ওয়ার্ড ভিত্তিক গুনীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছেন তার জন্য সময়ের প্রয়োজন। এজন্য ৭ তারিখ প্রতিটা আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

ফুলকপি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে ও আবদুল মান্নান ফেরদৌসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, রাশেদ আলী, জাহাঙ্গীর, অ্যাডভোকেট আয়ুব খান, নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কফিল উদ্দীন খান, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, মো.ঈছা, মনজুর হোসেন, আবদুল নবী লেদু, জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুদ, মিনহাজুল আবেদীন সায়েম, মো.মহিউদ্দিন, সরফরাজ খান, আবদুল্লাহ আল মামুন ও নঈম উদ্দিন খান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.