চট্টগ্রাম-৮ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষান বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামে উন্নয়নের যে জোয়ার বইছে তার শতভাগ বাস্তবায়ন পাঁচলাইশ এলাকায়ও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরী। তিনি গত ৩১ ডিসেম্বর বিকালে নগরীর পাঁচলাইশে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন।
বিজয় কুমার বলেন, উঁচু তলার মানুষ গরীবের দুঃখ শোনেও না, বুঝেও না। তাই ভোটের দিন ফুলকপি প্রতীক বেছে নিন। ভোট দিয়ে জয়ী করুন। তিনি বলেন, প্রতিটি এলাকায় যেখানেই যাচ্ছি সাধারণ ভোটাররা আমাকে কাছে টেনে নিচ্ছে। মাথায় হাত বুলিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন ফুলকপিতে ভোট প্রদানের। এটি পরম পাওয়া। আপনারা আমাকে ফুলকপি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে, সে বিজয় সত্যিকার অর্থে আপনাদের হবে। বিজয়ী হলে আমার আসনকে আপনাদের সাথে নিয়ে আমি ঢেলে সাজিয়ে, নাগরিক সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর থাকব।
এসময় উপস্থিত ছিলেন ফুলকপি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের, মহব্বত আলী খান, কফিল উদ্দীন খান, জামাল উদ্দীন, শেখ মহিউদ্দীন, মাসুদ খান প্রমুখ।