তাপসের নেতৃত্বে নজরুলের নৌকায় ওঠবে বাজালিয়া

চট্টগ্রাম ১৪ আসন চন্দনাইশ( সাতকানিয়া আংশিক)

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ১৪আসন চন্দনাইশ( সাতকানিয়া আংশিক)  প্রার্থী হচ্ছে দু’বারের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

তিনি আসন্ন  ৭ই জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থী  হয়ে লড়ছেন এই আসন থেকে।

এদিকে সাতকানিয়া আংশিক ছয়টি ইউনিয়নের ভোটও রয়েছে চন্দনাইশ আসনের সাথে অন্তর্ভূক্ত।

 

৬টি ইউনিয়নের অন্যতম ভোট ব্যাংক হিসেবে পরিচিত বাজালিয়া ইউনিয়ন, উক্ত বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত -নৌকার প্রার্থী নজরুল ইসলামকে জয়ী করার লক্ষ্যে চট্টগ্রাম শহরে ব্যবসা বানিজ্য ফেলে রাতদিন নিজ ইউনিয়ন বাজালিয়াতেই পথে প্রান্তে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে সময় কাটাচ্ছেন।

এলাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে -ওয়ার্ডে, এমপি নজরুলের পক্ষে নৌকার পতাকা তোলে ধরার জন্য সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান তাপস দত্ত।

 

আরো জানা গেছে চেয়ারম্যান তাপস দত্ত নিজেও নৌকার টিকেটে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে দুইবারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা  জানান,বাজালিয়া ইউনিয়নের সর্বসাধারণের গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন তাপস দত্ত, তাই তিনি যখন নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে নিলেন তখন থেকেই জোয়ার ওঠেছে এই ইউনিয়নে।

 

স্থানীয়রা আরো জানান-তাপস দত্তকে যেমন আমরা বিজয়ী করেছি নৌকা প্রতীকে ঠিক তেমনি তাপসের হাত ধরে আবারো নৌকায় ভোট দিয়ে নজরুল ইসলামকে আবারো সাংসদ বানাবো।

মন্তব্য করুন

Your email address will not be published.