চট্টগ্রামের লোহাগাড়ায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং বা অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার দিকে মেয়েটির মা রাশেদা বোগম চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালের মামলটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদির আইনজীবী এডভোকেট ইকবাল হোসেন ।
আসামীরা হলেন – লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভী পাড়ার আবুল বশরের ছেলে মোহাম্মদ মামুন (২৭) , মোঃ রফিক (২২), লোহাগাড়া সদর ইউনিয়নের হাবিলাইশ চৌধুরী পাড়ার মুহাম্মদ মুছার পুত্র মোহাম্মদ আলমগীর (৩০), একই ইউনিয়নের গোল মোহাম্মদ পাড়ার মোঃ মিনহাজ (২৪) , আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাওলানা পাড়ার আহমদ কবিরের পুত্র মিনহাজ (২৭)।
বাদির আইনজীবী এডভোকেট ইকবাল হোসেন জানান ,
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ ২৫/২৭ ধরার যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং ও ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। সেই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামকে ধার্য্য তারিখে ভিতর প্রতিবেদন দিতে বলেছেন বলে জানান তিনি।