টেকনাফে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সৈকত থেকে সাগরপথে মালয়েশিয়া যাত্রায় ব্যর্থ হওয়া দালালসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ।
২৭ এপ্রিল, সকাল ৭টায় বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সমুদ্রসৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন শিশু, চারজন পুরুষ দালাল এবং বাকিরা নারী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান বলেন, মালয়েশিয়ায় চাকরি ও তরুণীদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে দালালরা উপকূলে একত্র করে তাদের। এরপর দালালরা তাদের ছোট নৌকায় সমুদ্রের মাঝপথে মাঝারি আকৃতির ট্রলারে তুলে দেয়। এই ট্রলার দিয়ে রোহিঙ্গাদের সাগরে আরেকটি বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ায় জাহাজে পৌঁছানো সম্ভব হয়নি। খবর পেয়ে কোস্টগার্ড রোহিঙ্গাদের উদ্ধার করে।
কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, ‘সাগরপথে মালয়েশিয়া যাত্রায় ব্যর্থ হওয়া দালালসহ ৩০ জন রোহিঙ্গাকে টেকনাফ সৈকতে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রস্তুতি চলছে।