সাতকানিয়ায় মুড়ির মিলে আগুন :ক্ষতি ১৫লক্ষ টাকা

সাতকানিয়া প্রতিনিধি 
সাতকানিয়ায় বৈদ্যতিক গোলযোগের কারণে একটি মুড়ির মিল একেবারে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার( ৬ই ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এওচিয়ার ৪নং ওয়ার্ডের দেওদীঘিতে স্থানীয়  নাছিরের মুড়ির মিলে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়,এওচিয়ার ৪নং ওয়ার্ডের দেওদীঘি বটতলীতে নাসিরের মুড়ির মিলে মঙ্গলবার রাত ৪টার দিকে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়ে অন্তত ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত মিলের মালিক মো:নাসির বলেন,কারেন্টের তার থেকেই রাতে আমার স্বপ্নের ফ্যাক্টরী পুরো পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন ১৫থেকে ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমরা রাত ৪টায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসতে ৩০মিনিট সময় হওয়ায়, এতক্ষণে পুরো মিল শেষ হয়ে যায়।
এদিকে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, আগুন লেগেছে বৈদ্যুতিক গোলযোগপূর্ণ কারণে, আমরা খবর পাওয়ার ১০মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,আমি এখনি লোক পাঠাচ্ছি এবং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার জন্য বলে দিচ্ছি।
এওচিয়ার চেয়ারম্যান আবু ছালেহ বলেন, আমি গ্রামে এসে ঘটনাস্থলে যাব তাকে কিভাবে সহযোগিতা করা যায় দেখব।
মন্তব্য করুন

Your email address will not be published.