সৈয়দ আককাস উদদীন
কুকুর কামড়িয়েছে পায়, কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়?এমন চিরাচরিত প্রবাদকে মিথ্যা বানিয়ে উল্টো মানুষ মানুষের গালে কামড় দিয়ে-ওই কামড়ে মাংস নিয়ে মুখে অন্তত দশ মিনিট মাংসটা রেখে পরে থুথুর মাধ্যমে একটি জমিতে ফেলার গুরুতর অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে সৎ ভাইদের সাথে পৈতৃক জমির ভাগবাটোয়ারার জেরে এমন কান্ড ঘটিয়েছে অপর ভাইয়েরা।
মঙ্গলবার(৬ই ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার নলুয়ার দক্ষিন মরিচ্চা পাড়ার সাহাব মিয়া সিকদারের বাড়ির মৃত আলীব নবীর দুই বউয়ের ছেলেদের মাঝে এই ঘটনা ঘটে।
ঘটনায় আহত আমীর হোসেন(৩৫) মৃত আলীব নবীর দুই বউয়ের ৫ছেলের মধ্যে দ্বিতীয় বউয়ের সন্তান।
আহত আমীর হোসেন বলেন,আমার পিতা দুইটা বিয়ে করেন- আমার গলার নিচে কামড় দিয়ে মাংস ছিনিয়ে নেওয়া নুরুল হোসেন আর জাগির হোসেন হলেন আমার বাবার আরেক স্ত্রীর ছেলে ও আমার সৎ ভাই।
তারা দীর্ঘদিন ধরে আমাদের তিন ভাইকে পৈতৃক সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছিল।
তাই আমরা বড় হয়ে পৈতৃক সহায়-সম্পত্তির সঠিক ভাগ বাটোয়ারা চাইলে আমার সৎ ভাই দুইজন বিভিন্ন সময় আমাদের মারধরসহ বিভিন্ন গালিগালাজ করে আসছিল।
সর্বশেষ এলাকার স্থানীয় বৈঠকের মাধ্যমে আমরা সার্ভেয়ার দ্বারা পরিমাপ করলে, তারা ক্ষিপ্ত হয়ে আজকে আমাকে জমিতে একা পেলে আমাকে তারা দুই ভাই জাগির হোসেন ও নুরুল হোসেন মিলে বেদড়ক মারধর করেন।
এবং এক পর্যায়ে জাগির হোসেন আমার গালের নিচে গলায় কামড় দিয়ে অন্তত ১০ ইঞ্চি গোলাকার আয়তনের মাংস নিয়ে পালিয়ে যায়।
এক পর্যায়ে গ্রামের সবার সামনে অন্তত ১০০ফুট দূরত্বে গিয়ে ৫-৭মিনিট পর প্রকাশ্যে থুতু দ্বারা আমার গালের মাংসটা সৎ ভাই জাগির হোসেন একটি জমিতে ফেলে দেয়।
পরে এই লোমহর্ষক দৃশ্য দেখার পর আমার ব্যাপক রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়লে আমাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে আমার অবস্থার অবনতি আর সার্জারী করার পরামর্শে চমেক এ প্রেরণ করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাকে বলেন,আমার গলা থেকে কামড়িয়ে নিয়ে ফেলা মাংসটা জমি থেকে খুঁজে আনতে না পারলে আমাকে সার্জারী করা লাগবে অন্য ভাবে! তখন আমার স্বাভাবিক চেহারার বিকৃতি ঘটবে।
তিনি কেঁদে কেঁদে প্রতিবেদককে আরো বলেন, আমি আমার এই অভাগা চেহারা নিয়ে কিভাবে স্বাভাবিক জীবন যাপন করব তা নিয়ে শংকায় আছি।
এদিকে সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, ঘটনার বিষয়টা শুনছি এটা মামলা নেয়া হবে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।