ভবানীপুর নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক 

বর্ণিল আয়োজনে ভবানীপুর নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৯ ফেব্রুয়ারী ২০২৪) ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বড়হাতিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ।এসময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়াবীদ এরশাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ হাসপাতালের সম্মানিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান ।
উদ্বোধন পর্বে অতিথিরা বলেন,খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং সুস্থ রাখ।যুবসমাজকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই।এসময় অতিথিরা,সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন।টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল দলের সকল সদস্যদের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.