পটিয়ায় ব্রিকস কোম্পানিকে এক লক্ষ টাকা জরিমানা

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় এক ব্রিকস কোম্পানিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ উপজেলার হুলাইন
এ আর এইচ ব্রিকস ম্যানুফ্যাকচারিং এ অভিযান চালান। এসময় ব্রিকস কোম্পানীর ম্যানেজার পলাশ দে উপস্থিত ছিলেন। অভিযান কালে তিনি এ আর ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাগজ পত্র যাচাই করা হয়। কাগজ পত্র যাচাইকালে ব্রিকস কোম্পানি কোন লাইসেন্স দেখাতে পারেনি। তাছাড়া ইট প্রস্তুতি কাজে কৃষি জমি ব্যবহার করার সত্যতা পাওয়া যায়। লাইন্সেস ছাড়া ও
কৃষি জমির অবৈধ ব্যবহার করার জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্গন এর অপরাধে এ আর ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ জানান, লাইসেন্স দেখাতে না পারায় এবং কৃষি জমির অবৈধ ব্যবহারের কারণে এ আর ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এক লক্ষ টাকা জরিমানা করেছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.