পটিয়ায় রাম ঠাকুর স্মরণে ধর্মসভা অনুষ্ঠিত

 

পটিয়া প্রতিনিধি :

পটিয়ায় শ্রী শ্রী হিলচিয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা-কালী মন্দির ও শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের উদ্যেগে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের স্মরণে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মাতা ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নিত্যাদন্দ ত্রয়োদশী উপলক্ষে সার্বজনীন ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহতী ধর্মসভা মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে হিলচিয়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা-কালী মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দিদারুল আলম দিদার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আ ন ম সেলিম,হারলা লোকনাথ ধামের অধ্যক্ষ রিটুপানন্দ ব্রাহ্মচারী,বিধান চৌধুরী,
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সদস্য পুলক চৌধুরী,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রিয়াজ উদ্দিন রিপন, সাংস্কৃতিক সম্পপাদক মো. বিন ফয়সাল মিজান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন,শোভনদন্ডী পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারন সম্পাদক পলাশ চৌধুরী, হিলচিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদু কুমার চৌধুরী, আনন্দ মোহন শীল,সুদাম চৌধুরী, বিশ্বজিৎ মজুমদার,কাঞ্চন দেব, প্রকাশ চৌধুরী, রুমেল চৌধুরী,নুরুল আলম,বজলুর রহমান ওয়াহেদ, রবিউল ইসলাম,সাইফুল ইসলাম, বুদরুচ মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধর্ম যার যার উৎসব সবার বর্তমানে একটি জনপ্রিয় স্লোগান।
তিনি বলেন আমার আব্বা এম এ খালেক এক সময় এ অঞ্চলের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি শোভনদন্ডী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.