আজ থেকে শুরু হতে যাচ্ছে এওচিয়া ব্রহ্মময়ী কালীমন্দিরে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ

এওচিয়া শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দির ও কৃষ্ণ মন্দিরে  ভগবান শ্রীকৃষ্ণের  বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষির্কী ও রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব স্মরণে শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের অনুপ্রেরণায় ৪৬ তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুরু হতে যাচ্ছে আজ ১৬ই মার্চ থেকে। এই মহানামযজ্ঞ চলবে ১৬ এবং ১৭ই মার্চ দুইদিন ব্যাপী এবং ১৮ই মার্চ তারকব্রহ্ম মহানামযজ্ঞের মহাহোম এর মধ্যে দিয়ে সমাপ্ত হবে। উক্ত মহানামযজ্ঞে শ্রীনামসুধা বিতরণ করবেন কৃষ্ণভক্ত সম্প্রদায়(খুলনা), প্রভু নিতাই সম্প্রদায়(খুলনা), সোনার গৌর সম্প্রদায়(সাতক্ষীরা), বিষ্ণু মন্দির সম্প্রদায়(মাদারিপুর), নব দিপুশ্রী সম্প্রদায়(মাদারিপুর), স্বামী চিন্তাহারী সম্প্রদায়(চট্টগ্রাম)। উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করেন এওচিয়া গ্রামের দীন ভক্তবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.