ডা. শাহাদাতের রিমান্ড আবেদন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার ভাঙচুরের মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

২৯ এপ্রিল, ​বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করা হয়।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ডা. শাহাদাত হোসেনের কোতোয়ালী থানার এক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ড আবেদন নাকচ করেছেন।

গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা করা হয়।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.